এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের তালিকা চেয়ে এনটিআরসিএর চিঠি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান-সহপ্রধান নিয়োগের জন্য শূন্যপদের অনলাইন সফটকপির তালিকা ১০ কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএর) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি তিনটি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ২০২৫ খ্রিষ্টাব্দের ৮ অক্টোবরের সভার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সহপ্রধানের নিয়োগ সুপারিশ কার্যক্রম এনটিআরসিএ’র মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে অধিদপ্তর ভিত্তিক নির্ভুল শূন্যপদের চাহিদা অনলাইন সফটকপি সংগ্রহ করা প্রয়োজন।

এমন পরিস্থিতিতে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সহপ্রধানের নিয়োগ সুপারিশের জন্য শূন্যপদের উল্লিখিত ‘ছকে’ অনলাইন সফটকপির তালিকা আগামী ১০ কর্মদিবসের মধ্যে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যেসব তথ্য দিতে হবে: অথরিটি, ডিএন কোড, নাম, ডিস্টি্রক কোড, ডিস্ট্রিকের নাম, থানা কোড, থানার নাম।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান-সহপ্রধান নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী সপ্তাহে পরিপত্র জারি করা হবে। এ মাসেই প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। নিয়োগ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত হবার পর পরিপত্র জারি হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ