ইবিতে ‘স্ত্রী, শিশু ও বৃদ্ধ পিতামাতার ভরণপোষণ’ বিষয়ে সেমিনার

ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৪ অপরাহ্ন

ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) ‘মুসলিম, হিন্দু ও বাংলাদেশে প্রচলিত আইনে স্ত্রী, শিশু ও বৃদ্ধ পিতামাতার ভরণপোষণ’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) আইন অনুষদের সেমিনার কক্ষে আল-ফিকহ এণ্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ সেমিনারটির আয়োজন করে।

বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. হালিমা খাতুন। বিশেষ অতিথি ও সেমিনারের তত্ত্ববধায়ক হিসেবে ছিলেন আল ফিকহ এণ্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. নাজীম উদ্দীন।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রফেসর ড. নুরুন নাহার, আল ফিকহ এণ্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. হামিদা খাতুন,  সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন প্রমূখ। সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন আল ফিকহ এণ্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী সোনিয়া পারভিন।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com