নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে: মাহমুদ ওয়ায়েজি

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৭ মে, ২০২১, ১২:১৫ অপরাহ্ন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের দপ্তরের চিফ অব স্টাফ মাহমুদ ওয়ায়েজি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য ইরানের বেধে দেয়া নীতিগত কাঠামোর মধ্যেই ভিয়েনায আলোচনা চলছে।

তিনি বলেন, প্রাপ্ত খবর থেকে জানা যাচ্ছে- পরমাণু সমঝোতা সংশ্লিষ্ট কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে অগ্রগতি হয়েছে।

ভিয়েনা আলোচনার ব্যাপারে মারাত্মক মতদ্বৈততার বিষয়ে গতরাতে এক প্রশ্নের জবাবে মাহমুদ ওয়ায়েজি বলেন, বাস্তবতা হচ্ছে আলোচনা চলছে, এ পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। সে কারণে এ কথা বলা ঠিক হবে না যে, এমনকিছু মতদ্বৈততা সৃষ্টি হয়েছে যাতে আলোচনা বন্ধ হয়ে যেতে পারে।

তিনি ভিয়েনা আলোচনার ইরানি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নাগালের বাইরে নাও চলে যেতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, চলমান অবস্থায় আলোচনার এজেন্ডায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইরানের জাতীয় স্বার্থ। সূত্র : পার্সটুডে

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com