Zoom মিটিং অ্যাপসের বেসিক সেটআপ ও টুকিটাকি টিপস!

এম. ওয়াজির হোসেন
রবিবার, ১৯ জুলাই, ২০২০, ২:০৯ অপরাহ্ন
Zoom মিটিং অ্যাপসের বেসিক সেটআপ ও টুকিটাকি টিপস!

এন্ড্রয়েড সেটের জন্য-

১. এন্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি যদি Zoom মিটিংয়ে অংশ নিতে চান, তাহলে Zoom অ্যাপসটি আপনার সেটে ইন্সটল না থাকলেও চলবে। তবে, আপনি যদি হোস্ট হতে চান, তাহলে ইন্সটল করে Sign Up বা Sign in করতে হবে। আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়েও সাইন ইন করতে পারেন।

২. মেসেঞ্জারে আসা জুম মিটিংয়ের লিংকটি ক্লিক করুন।

৩. মোবাইল ডাটা ব্যবহার করলে Buy a data pack from… মেসেজটি আসতে পারে। ডাটা থাকলে Use ক্লিক করুন। WiFi কানেকশনে আসবে না।

(যদি লিংক না পেয়ে মিটিং আইডি পান, তাহলে Zoom apps ইন্সটল করতে হবে। Zoom চালু করে Join Meeting ক্লিক করুন। হোস্টের কাছ থেকে পাওয়া আইডি টাইপ করুন। নিচের বক্সে নিজের নাম লিখুন, যে নামটি সবাই দেখতে পারবেন।)

৪. মিটিং স্ক্রিন আসবে। এখানে ট্রাবলশুটিংটা হলো। স্ক্রিনে ট্যাপ করুন। নিচে Join Audio সিম্বল আইকনে ক্লিক করলে ‘Call Over Internet’ বা ‘Call via Device Audio’ এটা আসবে। এখানে ক্লিক করুন এবং Allow or Deny স্ক্রিনে আসবে। Allow ক্লিক করুন। এছাড়া যতগুলো Allow করতে বলবে, সব Allow করতে হবে)।

৫. Audio Device এলাউ না করলে কথা বলতে বা শুনতে পারবেন না।

৬. স্ক্রিনে ট্যাপ করলে নিচে Mute, Stop Video, Share, Participants এবং …More অপশন পাবেন।

৭. মিটিং চলাকালীন আপনার অডিও বন্ধ রাখতে চাইলে Mute ক্লিক করুন। দেখবেন সেখানে লাল দাগসহ Unmute লেখা দেখা যাবে। যখন কথা বলতে চাইবেন তখন আবার Unmute ক্লিক করুন।

৮. নিজের ভিডিও দেখাতে না চাইলে Stop Video ক্লিক করুন। দেখবেন সেটা লাল দাগসহ Start Video হয়ে গেছে। আবার ভিডিও অন করতে চাইলে Start Video ক্লিক করুন।

৯. মিটিং যেহেতু নির্দিষ্ট পার্টিসিপেন্টদের, তা শেয়ার নাও করতে পারেন।

১০. আপনি ডিজিটালি লাইক দিতে পারেন। তালি দিতে পারেন আবার কথা বলার জন্য হাতও উঠাতে পারেন। সেজন্য More ক্লিক করুন। Raise Hand অপশন ক্লিক করলে হোস্ট দেখবেন আপনি কথা বলার জন্য হাত তুলেছেন। তখন উনি আপনাকে কথা বলার অনুমতি দিবেন।

১১. মিটিংয়ে অংশগ্রহণকারীদের নাম দেখতে চাইলে Participants ক্লিক করুন।

১২. মিটিংয়ে যারা অংশগ্রহণ করেছেন, তাদের দেখতে চাইলে মোবাইল স্ক্রিন ডানে বা বামে swipe করুন।

ল্যাপটপ/পিসি ব্যবহারকারীদের জন্য

১. মেসেঞ্জারে আসা জুম মিটিংয়ের লিংকটি ক্লিক করুন।

২. Open Zoom Meetting

৩. Join with Video or Join without /Video যেকোনো একটিতে ক্লিক করুন।

৪. Join with computer Audio ক্লিক করুন।

বাকি কাজগুলো উপরে উল্লেখিত কাজের মতোই!

টুকিটাকি টিপস:

★ হোস্ট হিসেবে অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণ করতে চাইলে Meeting Settings এ Allow participants to এর আন্ডারে

  1. Share Scteen – Off রাখুন
  2. Chat with – No one করুন, তাহলে কেউ আপনার মিটিংয়ের ভিতর লেখালেখি করে ডিস্টার্ব করতে পারবেনা।
  3. Rename themselves – On রাখতে পারেন, যাতে অংশগ্রহণকারীরা নিজেদের নাম লিখতে পারে
  4. Unmute themselves – Off রাখুন, তাহলে কেউ মিটিংয়ে চিল্লাচিল্লি বা আজেবাজে কথা বলতে পারবেনা। যদি কেউ কথা বলতে চায়। তাহলে Hand Raise করবে, তখন তার মাইক অন করে দিবেন।

সতর্কতা:

অনলাইনে প্রচারিত বিভিন্ন রিপোর্টে জুম অ্যাপসের নিরাপত্তা ত্রুটির কথা জানা যায়। জুম ব্যবহারকারীদের ব্যক্তিগত এ মিটিংয়ের আলোচনার গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকাররা চাইলে হাতিয়ে নিতে পারে। এজন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ভারতসহ বেশকিছু দেশে সরকারি কাজে এটি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে যারা বিষয়ভিত্তিক ক্লাস নিচ্ছি, সেখান থেকে আর হ্যাকাররা কীইবা নেবে ! ওরা বরং বিরক্ত হয়ে পালাবে। হা হা হা…। তবে, আপনি নিজের নিরাপত্তার ব্যাপারে বেশি সতর্কতা অবলম্বন করতে চাইলে Google duo এবং Google meet ব্যবহার করতে পারেন।

মোটামুটি এই ছিলো একজন নতুন ব্যবহারকারীর জন্য বেসিক ধারণা। এছাড়া কোনোকিছু বাদ গেলে, অভিজ্ঞ কেউ সেগুলো সংযোজন করতে পারেন। আমাদের সবার অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে আমরা নতুনদের জুম মিটিং অ্যাপস ব্যবহারের সহায়তা করতে পারবো ইনশাআল্লাহ।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com