জীবনের লক্ষ্য/ উদ্দেশ্য নির্ধারনের নীতি। The “SMART” principle

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ১১:০২ পূর্বাহ্ন

সামসুন নাহার নারগিস।।

S= Specific. আপনার লক্ষ্য/উদ্দেশ্য “নিৰ্দিষ্ট/ স্পষ্ট” হতে হবে।

M= Measurable. আপনার লক্ষ্য/উদ্দেশ্য “পরিমাপ যোগ্য” হতে হবে যেমনঃ ১ মাসে কত শতাংশ (%) অর্জন করলেন।

A= Attainable/Achievable. এমন লক্ষ্য/উদ্দেশ্য নির্ধারন করতে হবে, বাস্তবসম্মত হবে যেন অর্জন করা সম্ভব হয়।

R=Relevant. আপনার লক্ষ্য/উদ্দেশ্য, আপনার জীবনের সাথে তথা ভালোলাগা বা উপভোগের সাথে “সামঞ্জস্যপূর্ণ ” হতে হবে।

T = Timely. আপনার লক্ষ্য/উদ্দেশ্য একটি নিৰ্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে যেটার শুরু এবং শেষ থাকবে।

যারা “SMART” স্মার্ট, তাদের মধ্যে সকল আদর্শ গুণাবলী থাকে। তারা সফল এবং সুখী হয় কিন্ত এই “SMART” বলতে আসলে কি বোঝায় আর কাদেরকেই বা আপনি স্মার্ট বলবেন!

স্মার্ট এর আরো স্পষ্ট ধারণা নিম্নে দেওয়া হলো :

(১) S=Sensible, Sagacious or Shrewd (সচেতন, বিচক্ষণ বা সুবুদ্ধিপূর্ণ): সে জানে কখন, কোথায় কি বলতে হয়, করতে হয় বা কিভাবে করতে হয়।

(২) M=Mature (পরিণত): জ্ঞান, বুদ্ধি এবং অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করতে পারে।

(৩) A=Attentive, Alert or Aware and Aptness (মনোযোগী বা সতর্ক থাকা এবং প্রাসঙ্গিক থাকা)। সে মনযোগী বা সতর্ক থাকতে পারে এবং নিজের মন/আবেগ-কে নিয়ন্ত্রণ করতে পারে। সে জানে যে সে কি করছে এবং সে সর্বদা শিখতে পারে। সে সর্বদা প্রাসঙ্গিকতা বজায় রাখে।

(৪) R=Relaxed (স্বচ্ছন্দ বা দুর্ভাবনাহীন): সে সব কিছু স্বচ্ছন্দে এবং সঠিকভাবে করতে পারে।

(৫) T=Talented and Timely (প্রতিভাবান এবং সময়োপযোগী): সে প্রতিভাবান, দক্ষ এবং সময়ের কাজ সময়মত কিংবা যথাসময়ে করতে পারে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com