এক সেকেন্ডের পাঠশালা – ১ ও ২ !

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ৫:০৮ অপরাহ্ন

এম. ওয়াজির হোসেন।।

এক সেকেন্ডের পাঠশালা – ১ !

আপনার পিসিতে উইন্ডোজ ইন্সটল আছে। সেখানে পাসওয়ার্ডও সেট করা আছে। হঠাৎ জরুরী কাজে কেউ আপনাকে ডাকলো। এক্ষুণি যেতে হবে। পিসি অন করে গেলে আপনার পিসি অন্য কেউ ব্যবহার করতে পারে অথবা গোপনীয়/গুরুত্বপুর্ণ তথ্য অন্য কেউ কপি/নষ্ট করে ফেলতে পারে। আবার শাটডাউন বা স্লিপ মোড করার মতো ক্লিক দেয়ারও সময় নেই। কোনো চিন্তা নেই…!

Windows key + L প্রেস করে চলে যান। তারপর? দেখুন না কী হয়!

এক সেকেন্ডের পাঠশালা – ২ !

আপনি উইন্ডোজে একাধিক এপ্লিকেশনে কাজ করছেন। হতে পারে সেটা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অথবা ব্রাউজারে ইউটিউব, ফেসবুক ইত্যাদি। এখন আপনি চাচ্ছেন, দুটো এপ্লিকেশন উইন্ডো সমানভাবে পাশাপাশি দেখবেন। অর্থাৎ ওয়ার্ড এবং পাওয়ারপয়েন্টের দুটো উইন্ডো পাশাপাশি সমান ভাবে দেখা যাবে। অথবা এক্সেল থাকবে একদিকে আরেকদিকে ব্রাউজারে ইউটিউবে ভিডিও দেখবেন।

দুটো এপ্লিকেশন চালু করার পরে-

Windows key + Left or Right Arrow key প্রেস করুন। দেখবেন প্রথম যে উইন্ডোটি ওপেন ছিলো সেটা বামে অথবা ডানে অর্ধেক হয়ে গেছে। এবার স্ক্রিনে আরেকটি এপ্লিকেশনের উইন্ডো দেখবেন, সেটার উপর ক্লিক করলে সেটাও অপর প্রান্তে সমান অর্ধেক হয়ে দেখা যাবে। যদি দুটোই ডান দিকে থাকে তাহলে Windows key + Left Arrow Key প্রেস করুন, একটি বামে চলে যাবে। আবার দুটোই যদি বাম দিকে থাকে তাহলে Windows Key + Right Arrow Key প্রেস করুন, তাহলে সেটি ডানে চলে যাবে।

আপনাদের কাছেও এধরণের এক ক্লিকের মজার টিপস থাকলে গ্রুপে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

 

লেখক

শিক্ষক প্রশিক্ষক

সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, যশোর।।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com