ইংরেজি বর্ণমালার ম্যাজিক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ৮:০৬ অপরাহ্ন

“একজন লোকের মাথায় গুনে গুনে আটটা চুল ছিল। একদিন তিনি সেলুনে গেলেন। কোন কারণে নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ।

লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো? লোকটি তখন হেসে উত্তর দিলেন, না ভাই ওসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।

জীবন উপভোগ করার বিষয়। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়।

যদি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিন। আইস্ক্রিম, চকলেট, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করুন।

এখন জানতে চাইতে পারেন কেন?

STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়।

দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছে :

A B C – বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন (Avoid Boring Company.. )

D E F – মূর্খদের গুরুত্ব দিবেন না (Don’t Entertain Fools..)

G H I – উচ্চ ধারণার খোঁজ করুন (Go for High Ideas )

J K L M – শুধু আমার মত একটি বন্ধু রাখুন .. (Just Keep a friend like ME..)

N O P – দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না। (Never Overlook the Poor n suffering..)

Q R S – অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না (Quit Reacting to Silly tales..)

T U V – নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন (Tune Ur-self for your Victory..)

W X Y Z – আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে (We Expect You to Zoom ahead in life)

চাঁদের দিকে তাকালে তুমি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাও। সুর্যের দিকে তাকালে তুমি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাও। আর আয়নার দিকে তাকালে তুমি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাও। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রেখো।

আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিৎ ৯৮৭৬৫৪৩২১০

৯ – গ্লাস খাওয়ার পানি প্রতিদিন
৮ – ঘন্টা ঘুম
৭ – আশ্চর্য পবিবার নিয়ে ঘুরে আসা
৬ – ডিজিটের আয় রোজগার
৫ – কর্ম দিবসের সপ্তাহ
৪ – হুইলের বাহন
৩ – বেড্রুমের ফ্লাট
২ – টা ফুটফুটে বাচ্চা
১ – প্রেয়সী
০ – দুশ্চিন্তা!

(সংগৃহীত)।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com