৩২ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৪ কোটি টাকার বেশি টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ন

বঙ্গবন্ধু সেতু‌তে গেল ৩২ ঘণ্টায় চার কো‌টি টাকার বেশি টোল আদায় করা হয়েছে। এ সময় সেতু‌তে ৫৭ হাজার ৬০৮‌টি প‌রিব‌হন থেকে সেতু‌তে টোল আদায় হ‌য়েছে চার কো‌টি ১৩ লাখ ২ হাজার টাকা।

রোববার (৭ এপ্রিল) রাত ১২টার পর‌ থে‌কে মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই টোল আদায় হ‌য়ে‌ছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গে‌ছে, মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৮ হাজার ৫২৮‌টি, ছোট বড় প‌রিবহন ১৬ হাজার ১৪৪‌টি, বাস ১১ হাজার ৬৪টি ও ট্রাক ৭ হাজার ৬৯১ টি প‌রিবহন সেতু পারাপার হ‌য়ে‌ছে। এতে মোট ৪৩ হাজার ৪২৭‌টি প‌রিবহন সেত‌ু পারাপার হয়ে‌ছে গেল ২৪ ঘণ্টায়। এতে ৩ কো‌টি ৩ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা টোল আদায় হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে সেতুপূর্ব টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে বে‌শি। এ দিক দি‌য়ে উত্তরব‌ঙ্গে গি‌য়ে‌ছে ২৭ হাজার ২৩২টি প‌রিবহন। যার বিপরীতে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৭১ লাখ ৪ হাজার ৯৫০টাকা।

এছাড়া সোমবার (৮ এপ্রিল) রাত ১২টার পর থে‌কে মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সেতু‌তে ১৪ হাজার ১৮১টি প‌রিবহ‌নের বিপরী‌তে ১ কো‌টি ৯লাখ ৩৫ হাজার ১৫০ টাকা টোল আদায় হ‌য়েছে।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহ‌ী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, টোল আদায় বে‌ড়ে‌ছে। আজ‌কেও অনেক গা‌ড়ির চাপ র‌য়ে‌ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ