হোয়াইট হাউসের পাশে বজ্রপাতে চারজন গুরুতর আহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।
ওয়াশিংটন ডিসির লাফায়েত্তে পার্কে তীব্র ঝড়ের সময় তারা বজ্রপাতে আহত হন।
নিবন্ধনের জন্য আবেদিত (২৮৭৯)। বনপা’র সদস্য নং ০০৩৩৩