স্কুল-কলেজে যোগদান করা শিক্ষকদের তথ্য চাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ মে, ২০২৪, ২:৩৫ অপরাহ্ন

দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে স্কুল-কলেজে যোগদান করা ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ৩০ মে’র মধ্যে অধিদপ্তরের নির্ধারিত ইমেইলে অথবা ফোন করে তথ্য পাঠাতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু নঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এমপিওভুক্ত স্কুল বা কলেজে যোগদান করা শিক্ষকদের তথ্য বর্তমান এমইএমআইএস সফটওয্যারে কারিগরি ত্রুটির কারণে এপিআই-এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ইএমআইএস সফটওয্যারে পাঠানো যাচ্ছে না।

এমন অবস্থায়, যে সব শিক্ষকরা ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ইএমআইএস সফটওয্যারে অনলাইনে আবেদনের জন্য এমইএমআইএস সফটওয্যার থেকে ইনডেক্স কর্তন করেছেন, সে সব শিক্ষকরা আগামী ৩০ মে’র মধ্যে উল্লেখিত ইমেইল বা ফোন নম্বরে তথ্য পাঠানোর জন্য বলা হলো।

তথ্য পাঠানোর ইমেইল: memis.cell@gmail.com, ফোন নাম্বার: ০২-৪১০৩০১৯৩, ০২-৪১০৩০১৯৪

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ