সাপের কামড় প্রাণ গেলো ঘুমন্ত গৃহবধূর!

চুয়াডাঙ্গা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে বিষধর সাপের কামড়ে হাজিরা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

হাজিরা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের শেখপাড়ার মুক্তার আলীর স্ত্রী।

পরিবারের সদস্যরা জানায়, রোববার রাতে হাজিরা খাতুন নিজ ঘরে ঘুমিয়ে ছিল। আনুমানিক রাত সোয়া ১০টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। যন্ত্রণায় ছটফট করতে থাকলে দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক ঘণ্টা  চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

ডা. আল ইমরান জুয়েল  বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাজিরা খাতুনকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। দ্রুত চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে বিষধর সাপ কামড় দিয়েছে। তার শরীরে অ্যান্টিভেনম ইনজেকশন বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত) দেওয়া হয়েছিল। প্রায় এক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: