রাজধানীর বাইরে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষের পর শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের একজন সদস্য মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
সোমবার (৯ মে) সহিংসতার সময় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সহিংসতা চলাকালে সংসদ সদস্য অমরকীর্থী আথুকোরালা নিতাম্বুয়াতের গাড়ি অবরোধ করে গুলি চালায় বিক্ষোভকারীরা। এসময় দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। নিকটবর্তী একটি বিল্ডিং থেকে সংসদ সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে দেশজুড়ে চলমান ভয়াবহ অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপক্ষে। সোমবার তিনি প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষের দফতরে পদত্যাগপত্র জমা দেন।
দেশটির রাজধানী কলম্বোয় সরকারবিরোধী একটি বিক্ষোভস্থলে হামলার পর পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পাশাপাশি পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক চান্না জয়সুমানা।