শরীয়তপু সদর উপজেলায় বোরো মৌসুমে হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ প্রদর্শনীতে উৎপাদিত ধান কাঁটার উদ্বোধন করা হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে সকাল সাড়ে দশটায় কাশিপুর হিন্দুপাড়া এলাকায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে এ ধান কাঁটার উদ্বোধন করা হয়।
ধান কাঁটার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. রবী আহ্ নূর আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলা কৃষি অফিসার অলি হালদার, চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার এবং স্থানীয় সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, স্মার্ট বাংলাদেশ কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাতে হবে। সমলয় চাষাবাদের মাধ্যমে সময়, শ্রম এবং খরচ কমিয়ে যান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ নেবে।
শরীয়তপুর সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫০ একর জমিতে বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনী করা হয়েছে। আজ সেই প্রদর্শনীতে উৎপাদিত ফসলকে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে বিনা মূল্যে কৃষকের ধান কাঁটা হলো।