শরীয়তপুরে ভাড়া বাসা থেকে গৃহ বধুর লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

শরীয়তপুরে ভাড়া বাসা থেকে নাসিমা আক্তার (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পালং মডেল থানা পুলিশ ।

১০ মে বৃহস্পতিবার সকালে শরীয়তপুর জেলা শহরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে নাসিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাসিমা ডামুড্যা উপজেলার চর নারায়ণপুর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মোস্তফা হাওলাদারের স্ত্রী। এক মেয়ে ও এক ছেলে নিয়ে তিনি ওই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘নাসিমার পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে দাফন করতে চেয়েছিল। কিন্তু আমাদের সন্দেহ থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দিইনি।

এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: