শরীয়তপুরে নিখোঁজের ১দিন পর ডোবা থেকে প্রবাসীর লাশ উদ্ধার!

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ডোবা থেকে নিখোঁজের ১দিনপর মোঃ জামাল হোসেন মীর (৪০) নামে এক মালয়েশিয়া প্রবাসীর লাশ উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা যায় ২ সপ্তাহ পূর্বে মালয়েশিয়া থেকে এসে ছিলো জামাল হোসেন, গত ২৮শে মে রবিবার বিকেল ৫ টার দিকে পালেরচর বাজার থেকে মাছ কিনে মটর সাইকেল যুগে মোল্যা কান্দী বন্ধুর বাড়ি যাবেন বলে বাড়ি থেকে বের হয় জামাল হোসেন।

কিন্তু রাতে আর বাসায় ফিরেনি জামাল ।বিভিন্ন আত্বীয় স্বজনের বাড়িতে খোঁজ নেওয়ার পর তার কোন সন্ধান পাওয়া যায়নি গত ২৯শে মে সোমবার ইউনিয়ন পরিষদ সংলগ্ন কঁচুরি ডোবায় মটর সাইকেলসহ জামালের লাশ দেখতেপায় স্থানীয় ব্যক্তিরা । জাজিরা থানায় সংবাদ দিলে জাজিরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়পুর সদর হাসপাতালের মর্গেপাঠায়।

নিহত জামাল হোসেন পালেরচর ইউনিয়নের মীর কান্দি গ্রামের আব্দুল খালেক মীরের ছেলে ও এক স্ত্রী ৩ সন্তানের জনক বলে জানা গেছে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: