শরীয়তপুরে দুই আইনজীবীর সদস্য পদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির টাকা আত্বসাতের দায়ে শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির বর্তমান সভাপতি এড. আবু সাঈদ ও সাবেক সভাপতি এড.জহিরুল ইসলাম এর সদস্য পদ অনির্দিষ্টকালেরূ জন্য স্থগিত করে চেম্বার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবি সমিতি।

১০ মে বুধবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির জরুরী সাধারন সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সিনিয়র সহসভাপতি এডঃ কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি এডঃরাকিবুল হাসান রোমান সাধারন সম্পাদক এডঃতাজুল ইসলাম। যুগ্নসাধারন সম্পাদক এডঃমৃধা নজরুল কবির। সহসাধারন সম্পাদক এডঃ নুরুল হক হাওলাদার কোষাধ্যক্ষ এডঃ আবুল কাসেম সরদার। অডিট সম্পাদক এডঃ. জসিম উদ্দিন কার্যকরী সদস্য এডঃ.আলমগীর হোসেন হাওলাদার। এডঃ  সানোয়ার হোসেন মল্লিক এডঃ আমিনুল ইসলাম এডঃ আতাউর রহমান সোহেল। এড.শহিদুল ইসলাম সজিব,। এডঃ আবুল কাসেম ফজলুল হকসহ কমপক্ষে দুই শতাধিক সাধারন আইনজীবী সভায় উপস্থিত ছিলেন।

শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এড. তাজুল ইসলাম জানান, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির এফ ডি আর এর ১কোটি ৯২লাখ ৪৯ হাজার ৩৮৬ টাকা আত্বসাতের দায়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবু সাঈদ ও সাবেক সভাপতি এড. জহিরুল ইসলাম কে গত ২৪ এপ্রিল জেলা আইনজীবি সমিতি জরুরী সভায় সদস্য পদ স্থগিত করে ৮ মে মধ্যে টাকা ফেরত দিতে বলা হয়। তারা ১০ মে পর্যন্ত মাত্র ৪০ লাখ টাকার বাইরে আর কোন টাকা ফেরত দেয়নি।

ফলে ১০মে সকাল ১০টায় জেলা আইনজীবি সমিতির জরুরী সাধারন সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে আগামী ১৫ দিনের মধ্যে ১কোটি ৫২ লাখ টাকা আইনজীবি সমিতির তহবিলে ফেরত দানের জন্য সময় বেধে দেয়া হয় এবং একই সাথে তাদের দু’জনের সদস্য পদ টাকা ফেরত না দেওয়া পর্য্ন্ত অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখাল সিদ্ধান্ত গ্রহন করাহয় হয়।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: