শরীয়তপুরে গভীর রাতে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই!

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

শরীয়তপুরের নড়িয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকেরা দাবি করেছেন।

১১ নভেম্বর শনিবার নড়িয়া উপজেলার ঘড়িসার বাংলাবাজারে গভীর রাতে পেট্রোলের গাড়ি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেন জায়িছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে একটি চোরাই পেট্রোলের গাড়ি যাওয়ার সময় গাড়িতে আগুন লাগলে গাড়িটি বাজারের পেছনে থাকা খালের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে সেখান থেকে দোকানে আগুন লাগে এতে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায় ।

ক্ষতিগ্রোস্ত দোকানের মধ্যে রয়েছে- দুইটি ফার্মেসী,দুইটি কাচামালের দোকান, দুইটি মুদি দোকান, দুইটি মিস্টির দোকান, একটি সারের দোকান ও একটি টেইলার্লাসের দোকান।

পরে নড়িয়া চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শনিবার সকাল ১০টায় ঘটনা স্থালেগিয়ে ক্ষতিগ্রোস্তদের সমবেদনা জানিয়েছেন পানিসম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories