রানীশংকৈলে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

ঠাকুরগায়ের রানীশংকৈলে সারাদেশের ন‍্যায় ১৬ই  ডিসেম্বর মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা  প্রশাসনের আয়োজনে ১৬ ই ডিসেম্বর সকাল সাড়ে ৬ টায় কেন্দ্রীয় স্মৃতিসৌধ‍্য খুনিয়া দিঘীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ৫০বার তোপধ্বনীর মধ্য দিয়ে  পুষ্প অর্পণ করা হয়।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামীলীগ,কৃষকলীগ ,বিএন পি,সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক অঙ্গসংগঠন

সহ বিভিন্ন স্তরের জনগন অংশ গ্রহন করে।এবং সকাল ৯ টায় প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের একটি বর্নাঢ‍্য র‍্যালী শিবদিঘী থেকে  ডিগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

অপরদিকে তৃতীয়ার্ধ‍্যে কলেজ মাঠে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রর্দশন করে।

এবং সকাল সাড়ে ১১ টায় রানীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন

কবীররের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না,ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,  সহকারী ভুমি কমিশনার ইন্দ্রজিৎ  সাহা,এএসপি (সার্কেল) তোফাজ্জল হোসেন,আ’ লীগ সভাপতি সইদুল হক,সম্পাদক তাজউদ্দীন,

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,সাবেক কমান্ডার বিদেশি রায়, অফিসার্স ইনচার্জ এসএম জাহিদ ইকবাল,বীরমুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলাম,  বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম,সহ বিভন্ন সরকারী বেসরকারী রাজনৈতিক,সামাজিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।

আলোচনা শেষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিকাল ৪টায় সাড়া দেশের ন্যায় শপথ  বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী ।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: