ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় রানীশংকৈল উপজেলার ৭নং রাতোর ইউনিয়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষন ও বিতরন প্রকল্প এর আওতায় আমন ধান প্রর্দশীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাঠ দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন
জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা সিরাজুল ইসলাম।অনুষ্ঠানে
রাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিমের সভাপতিত্বে,ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রকল্প মনিটরিং কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাবের আলম,প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার,কৃষক খলিলুর রহমান সহ স্হানীয় কৃষক কৃর্ষানি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিক গণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মন্জুরুল আলম,
উল্লেখ্য যে,আমন ধানের ব্রি জাতের ধান ৯৩ আধুনিক প্রযুক্তিতে কৃষকের মাধ্যমে উন্নতমানের ধান,গম,ও পাট বীজ উৎপাদন,সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় আমন ধান প্রর্দশনীর মাঠ দিবসের উপর বিভিন্ন আলোচনা করা হয়।