সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ, রাজাবাড়ী ডিগ্রি কলেজ, গোদাগাড়ী সরকারি কলেজ, পিরিজপুর উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ( কলেজ) প্রফেসর মোঃ মাহবুবুর রহমান শাহ।
শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাসাইনমেন্ট মূল্যায়ন, নম্বর প্রদান, সংক্রান্ত, শিক্ষক উপস্থিতি ও প্রতিষ্ঠান খোলার পর শিক্ষক, শিক্ষার্থীগণ স্বাস্থ্যবিধিসহ ১৯টি নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়ে গেছেন।
তিনি গোদাগাড়ীর শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার বিষয়টি দেখে প্রসংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের গবেষনা কর্মকর্তা আলী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলীম রেজা, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান প্রমূখ।