রণবীর-আলিয়ার চুমুর ঝড়ে নেটদুনিয়া

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনেতা ধর্মেন্দ্র ও শাবনা আজমির ঠোঁটে চুমু খাওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়েছে। আলিয়া ভাটের সঙ্গে এমন ঘটনায় ধর্মেন্দ্রর নাতি রণবীর সিংও কিন্তু পিছিয়ে নেই। সম্প্রতি সিনেমাটির মুছে ফেলা দৃশ্যে রোমান্সের ক্ষেত্রে অনেকের রসায়নকে ছাপিয়ে গেলেন রণবীর-আলিয়া। আর তাদের উদ্দাম সে রোমান্সের ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়া।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আলিয়ার সঙ্গে রণবীরের রসায়ন আগেই মুগ্ধ করেছে দর্শককে। তবে এবার নেটিজেনরা যা দেখল তা দেখে বেসামাল ভক্তরা! সম্প্রতি সামনে এসেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার একটি নতুন মিউজিক ভিডিও, সেখানে একগুচ্ছ পুরনো গানের মেলোডি মজুত রয়েছে। আর সেই গানেই লুকিয়ে রয়েছে রণবীর-আলিয়ার উদ্দাম রোমান্সের ঝলক, যা মূল ছবিতে ছিল না। এমন উত্তেজক দৃশ্য দেখে চোখ বড় হয়ে উঠল ভক্তদের।

বৃষ্টি ভেজা শরীর, আলিয়ার ঠোঁটে ঠোঁট রণবীরের! উদ্দাম রোমান্স দেখে ভক্তকুল বলছে- ‘এবার তো পরস্পরকে খেয়ে নেবে’। ঝড়ের গতিতে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

সারেগামাপা কারভা মেডলির আনকাট ভার্সনে মুগ্ধ দর্শক। সেখানে কোথাও বৃষ্টিতে উপুর হয়ে রণবীরকে জাপটে ধরে শুয়ে রয়েছেন আলিয়া! দুজনের কেমিস্ট্রি থেকে চোখ ফেরাতে পারছেন না কেউ।

ফ্যানেরা তো মন্ত্রমুগ্ধ এই ভিডিও দেখে। একজন লেখেন- ‘ব্রেকফাস্ট আর ডিনারে কিছু না খেয়ে পরস্পরকেই খেয়ে নেবে রণবীর-আলিয়া’। অপর একজন লেখেন, ‘২০২৩-এর সবচেয়ে হট কেমিস্ট্রি, এই দৃশ্যগুলো ছবি থেকে বাদ পড়া উচিত হয়নি।’ কেউ কেউ আবার মজা করে আলিয়ার স্বামী রণবীর কাপুর এবং রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গ তুলেছেন।

রণবীর-আলিয়া, ধর্মেন্দ্র-শাবানা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, টোটা রায় চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: