যে রেকর্ড বাবরের, বিশ্বের আর কারও নেই

ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন বাবর আজম। পাকিস্তান ক্যাপ্টেন একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে যাচ্ছেন অবলীলায়।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন পাকিস্তানের অধিনায়ক।

তার সেঞ্চুরি, রিজওয়ানের ফিফটি ও শেষ দিকে খুশদিল শাহের ঝড়ে উইন্ডিজের পাহাড়সম লক্ষ্য ৩০৫ রান ৫ উইকেট হাতে রেখেই পার করে দেয় পাকিস্তান।

এ ম্যাচে ১০৭ বলে ১০৩ রান করে আউট হন বাবর। ম্যাচ জয়ী সেঞ্চুরির পাশাপাশি বিরল এক রেকর্ডও গড়লেন পাকিস্তানের এ তারকা ব্যাটার। যে রেকর্ড নেই বিশ্বের আর কোনো ব্যাটারের।

আমেরিকা, ইউরোপে মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে : প্রধানমন্ত্রী

তা হলো এ নিয়ে দুবার পরপর তিনটি ওয়ানডে ম্যাচে শতরান করলেন তিনি। বাবরই এখন একমাত্র ক্রিকেটার, যিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুবার পর পর তিনটি ম্যাচে শতরান করার কৃতিত্ব অর্জন করেছেন।

এ নিয়ে টানা তিনটি ওয়ান ডে ম্যাচে শতরান করলেন বাবর। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ দুটি ওয়ান ডে ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন বাবর।

২০১৬ সালে বাবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই পর পর তিনটি ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন।

২০১৬ সালে বাবরের পরপর তিনটি ওয়ানডে সেঞ্চুরি:

১২০: বনাম ওয়েস্ট ইন্ডিজ (শারজা)

১২৩: বনাম ওয়েস্ট ইন্ডিজ (শারজা)

১১৭: বনাম ওয়েস্ট ইন্ডিজ (আবু ধাবি)

২০২২ সালে বাবরের পরপর তিনটি ওয়ান ডে সেঞ্চুরি:

১১৪: বনাম অস্ট্রেলিয়া (লাহোর)

১০৫ অপরাজিত: বনাম অস্ট্রেলিয়া (লাহোর)

১০৩: বনাম ওয়েস্ট ইন্ডিজ (মুলতান)

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: