বৃত্তের চারপাশে
————————————
মুন্সি আবু সাইফ
মুন্সিয়ানা নেইকো তবু
ব্যর্থ মুন্সিগিরি।
পুরানো কথা নতুনে ভনে
সাইফ জীবননগরী।
ভাগ্য ছেড়া ভাগ্য আমার
ভাগ্যবৃত্তে ঘুরছি।
ইডিপাস সব কমপ্লেক্স নিয়ে
নিত্যই শুধু মরছি।
কাজটা করা উচিৎ কিনা
কতটা তা ভালোমন্দ ?
এটাই আসল “to be or not
not to be” দ্বন্দ্ব।
বিশ্বাস করো, চাইনি এমন।
কারণ আমরা মানুষ।
জীবনবৃত্তে উড়াই তবু
ব্যর্থ রঙিন ফানুশ।
সাবধানী মরে, সংযমী মরে
এটাই ট্র্যাজিক ক্ষেত্র।
অন্ধ লোভে কিংবা প্রেমে
অন্ধ রঙিন নেত্র।
যমুনা আর টেমসের তীরে
প্রেম ভাঙা সব ঢেউ।
“ও ঘাটে আর যাব না” বলবে তবু
যাবে কেউ না কেউ।