মুগ্ধতা ছড়াচ্ছেন রাম-কিয়ারা

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ন

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির বছরটি ব্যস্ততায় কাটবে, এই আভাস তিনি আগেই দিয়েছিলেন। ২০২৩ সালে তিনি বিগ বাজেটের ‘গেম চেঞ্জার’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণের বিপরীতে অভিনয় করছেন তিনি।

এটি পরিচালনা করছেন এস শংকর। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির নতুন গান। ১৩ দিনে গানটি ২১ মিলিয়ন দর্শক দেখেছেন। খবর : পিঙ্কভিলা

গানের শিরোনাম জরাগান্দি। ৪ মিনিট ২০ সেকেন্ডের এই গানে নতুনভাবে ধরা দিয়েছেন কিয়ারা ও রাম।

গানের শুরুতেই বিশাল সেটের মাঝে রঙিন পোশাকে নৃত্য করতে দেখা যায় দুজনকে। তবে এটি একটি লিরিক্স ভিডিও। স্টিল ও ভিজ্যুয়াল মিলিয়ে গানটি প্রকাশ হয়েছে। তাতেই হুমড়ি খেয়ে পড়ছে দর্শক।

এদিকে নানা কারণে সিনেমার শুটিং শুরু থেকেই আটকে ছিল। এরপর গত বছরের শেষের দিকে প্রথম লটের শুটিং শেষ হয়। এখন দ্বিতীয় লটের শুটিং চলছে।

নির্মাতা এস শংকর ২০২১ সালে ‘গেম চেঞ্জার’ সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন। এরপর দুবছর পার হয়ে গেলেও সিনেমাটির কাজ শুরু করতে পারছিলেন না নানা সংকটে। এটি নির্মাণে খরচ ধরা হবে ১৭০ কোটি রুপি। রাম চরণ ও কিয়ারা ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অঞ্জলি, এস জে সুরিয়া ও জয়ারাম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ