এমপিও নীতিমালা ২০২১ এর ১২.২ অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে, এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/প্রদর্শক/প্রভাষকদের কোনো প্রতিষ্ঠানে পদ শূন্য থাকা সাপেক্ষ সমপদে ও সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য মন্ত্রণালয় নীতিমালা প্রণয়ন করে জনস্বার্থে আদেশ জারি করতে পারবে কিন্তু ২২-১০-২০২৩ খ্রি. তারিখে পারস্পরিক প্রতিষ্ঠান পরিবর্তনের খসড়া নীতিমালা চূড়ান্ত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হবে।
এনটিআরসিএ এর মাধ্যমে সুপারিশ পেয়ে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা বলেন, খসড়া নীতিমালা এমপিও নীতিমালা অনুযায়ী করা উচিৎ।
এমপিও নীতিমালায় পারস্পরিক বদলির কথা নেই তাই পারস্পরিক বদলির খসড়া নীতিমালা চূড়ান্ত নীতিমালা হতে পারে না। পারস্পরিক বদলির মাধ্যমে সর্বোচ্চ ২% শিক্ষক প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে। জনস্বার্থে নীতিমালা প্রণয়ন নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে:
১. বদলী শূন্য পদে এবং মিউচুয়ালী হতে পারে।
২. সমপদে সমস্তরের প্রতিষ্ঠানে এনটিআরসিএ’র সনদপ্রাপ্ত সকল ইনডেক্সধারী বদলী আবেদনের সুযোগ পাবেন (স্কুল-স্কুল, মাদরাসা-মাদরাসা, উচ্চমাধ্যমিক কলেজ- উচ্চমাধ্যমিক কলেজ, ডিগ্রি কলেজ- ডিগ্রি কলেজ, অনার্স কলেজ-অনার্স কলেজ)। তবে প্রার্থী ইচ্ছে করলে উচ্চ স্তর থেকে নি¤œ স্তরে বদলী বিবেচনা করা যেতে পারে।
৩. শুধুমাত্র এনটিআরসিএ’র সনদপ্রাপ্ত সকল ইনডেক্সধারীগণ আবেদনের যোগ্য হবেন। (শর্ত: চাকরির বয়স কমপক্ষে ১ বছর হতে হবে)।
৪. জাতীয় মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী নির্বাচিত হবে।
৫. একই নম্বরধারী একাধিক প্রার্থী হলে প্রার্থীর নিজ উপজেলা, জেলা, অঞ্চল/ বিভাগের প্রার্থী অগ্রাধিকার পাবেন।
৬. এনটিআরসিএ প্রতিবছর এপ্রিল/মে মাসে প্রতি বছরের জুন পর্যন্ত শূন্য হবে এমন তথ্য জুন মাসের মধ্যে সংগ্রহ করবে।
৭. জুলাই মাসে বদলী বিজ্ঞপ্তি দিয়ে সেপ্টেম্বরের মধ্যে বদলী/ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে। নিয়োগপ্রাপ্তদের তালিকা জেলা শিক্ষা অফিসে পাঠানো যেতে পারে।
৮. এনটিআরসিএ সরাসরি নিয়োগ প্রত্র প্রদান করবেন, প্রতিষ্ঠান প্রধান যোগদান পত্র গ্রহণ ও অনুমোদন করে বেতনের জন্য আবেদন করবেন।
৯. নভেম্বর/ডিসেম্বর মাসে শূন্য পদের তালিকা সংগ্রহ করে জানুয়ারীতে শুধু এনটিআরসিএ’র ফ্রেস সনদধারীদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং জাতীয় মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী বাচাই করা যেতে পারে।
১০. ফেব্রুয়ারী মাসে নিবন্ধনের প্রিলি, মার্চে ঐচ্ছিক/রিটেন এবং অক্টোবরে মৌখিক পরীক্ষা নিয়ে ডিসেম্বরের মধ্যে ফলাফল দেয়া যেতে পারে।
(এনটিআরসিএ উক্ত বিষয়গুলো বিবেচনা করে কার্যকর করলে শিক্ষক সংকট দূর হবে এবং স্বল্প বেতনে দূরে কর্মরত শিক্ষকদের তুলনামূলক নিজ এলাকায় চাকরী করা সম্ভব হবে।)
লেখক
সাংবাদিক
শারীরিক শিক্ষা শিক্ষক, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ, মিরপুর, কুষ্টিয়া
01911220440, sharif.stc@gmail.com