মন খারাপ শ্রীলেখার

বিনোদন ডেস্ক
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

মঙ্গলবার ৫০-এ পা দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মধ্যরাত থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন।

সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। পাশাপাশি মধ্যরাতে একটি ইউটিউব লাইভ করেন শ্রীলেখা। সেখানেই তিনি জানান যে, তাঁর কাছে বয়স শুধুমাত্র সংখ্যা।

এদিন শ্রীলেখার পরনে ছিল বেইজ রঙের একটি জাম্পস্যুট। বন্ধু ও পরিবারের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করেন অভিনেত্রী।

পার্টি সাজানো হয়েছিল বেলুনে। হাজির ছিলেন শ্রীলেখার মেয়ে সহ তাঁর কাছের বন্ধু বান্ধবরা। মেয়ের সঙ্গে ‘ও অন্তাভা’ গানে ঝড় তুললেন নায়িকা।

এদিন লাইভে এসে শ্রীলেখা বলেন, ‘আমার জন্ম ১৯৭২-এর ৩০শে অগস্ট…আমি পঞ্চাশে পা দিলাম। বয়স নিয়ে আমার কোনও চাপ নেই। এখনও আধ বয়সী ছেলেরা এসে বলে আপনি আমার ক্রাশ। আমার মেয়েকে যত ছেলে দেখবে, তারচেয়ে একটা হলেও বেশি আমাকে দেখবে। আগে বলা হত কুড়িতেই বুড়ি, আমরা সেই এজবারটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি।’

তবে জন্মদিনের সেলিব্রেশনের আবহেও মনখারাপ অভিনেত্রী। বাবার মৃত্যুর পর এটাই তাঁর প্রথম জন্মদিন। এদিন শ্রীলেখা বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাবা তোমায় ছাড়া এই প্রথম জন্মদিন, চাইনি করতে কিন্তু হয়ে গেল, হয়তো তুমিই চেয়েছিলে’।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories