বেসরকা‌রি শিক্ষক‌দের জন্য শীঘ্রই সুখবর আস‌ছে -শিক্ষামন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

আব্দুল মতিন, সিলেট।।

বেসরকা‌রি শিক্ষক‌দের জন্য শীঘ্রই সুখবর আস‌ছে, বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার (২৭ আগস্ট) মাননীয় শিক্ষামন্ত্রী  নূরুল ইসলাম নাহিদের সাথে ক‌লেজ শিক্ষক প‌রিষদ, সিলেট এবং বাংলা‌দেশ বেসরকা‌রি শিক্ষক কর্মচারী ফোরাম এর নেতৃবৃন্দ  ঈ‌দের শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন এবং এক সৌজন্য সাক্ষা‌তে মি‌লিত হোন।

এসময় নেতৃবৃন্দ “এমপিও নী‌তিমালা সং‌শোধ‌নের দা‌বি‌তে মাননীয় মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ” আমি আপনাদের অধিকার নিয়ে কাজ করছি। অনেক লড়াই ক‌রে আপনা‌দের পে স্কেল প্রদান ক‌রে‌ছি। আশা ক‌রি অ‌চী‌রেই আপনা‌দেরকে আরো কিছু  দি‌তে পার‌বো। তবে সেটা কী তা এই মূহুর্তে পাবলিকলি বলব না।”

মন্ত্রী স্মারকলিপি গ্রহন করেন এবং এম‌পিও নী‌তিমালা সং‌শোধ‌নে প্র‌য়োজনীয় পদ‌ক্ষেপ গ্রহ‌ণের আশ্বাস প্রদান ক‌রেন।

‌এসময় উপ‌স্থিত ছি‌লেন ক‌লেজ শিক্ষক প‌রিষ‌দের সভাপ‌তি জ্যোতিষ মজুমদার , সহ সভাপ‌তি এম এ ম‌তিন, নন্দ কি‌শোর রায়,  ‌সে‌ক্রেটা‌রি কামরুল আনাম চৌধু‌রি , সাংগঠ‌নিক সম্পাদক  শংকর কুমার দাস, সদস্য  কাজল দেবনাথ , বাংলা‌দেশ বেসরকা‌রি শিক্ষক ফোরা‌মের কেন্দ্রীয়,যুগ্ম সাংস্কৃ‌তিক সম্পাদক সাজু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: