নওগাঁর পোরশায় বোরোধান কাটার সময় বজ্রপাতে নুহ শেখ (৫৫) ও আবু সায়েম(৩৫) নামের দুইজন শ্রমিক নিহত হয়েছেন। নুহ শেখ পশ্চিম রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে ও সায়েম পশ্চিম দুয়ারপাল ইসলামপুরের নুহুল ইসলাম মিস্ত্রির ছেলে।
জানাগেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে নুহ শেখ রঘুনাথপুর ও সামাদ পশ্চিম দুয়ারপাল এলাকায় পুর্ণভবা নদির পাশে বোরোধান কাটছিল। এসময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে ঘটনা স্থলেই তারা নিহত হন। অপরদিকে একই সময় জাহানারা বেগম নামে এক মহিলা সহ আরো দু’জন আহত হয়েছেন বলে জানাগেছে। আহতদের পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল হক বজ্রপাতের ঘটনায় দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।