নওগাঁর পোরশায় নিখোঁজের ১৬ঘন্টা পর সাদিয়া (৯) নামের এক শিশু শিক্ষার্থী কন্যার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শিশু কন্যা সাদিয়া পোরশা উপজেলা সদর নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ও নিতপুর ইউপির গোপালগঞ্জ গুচ্ছগ্রামের রুবেল হোসেনের মেয়ে।
জানা গেছে,গত বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় হাতে ছাতা নিয়ে শিশু সাদিয়া ঘুরতে বেরিয়ে যায় এর পর সন্ধ্যা ঘনিয়ে এলেও সে বাসায় না ফিরে নিখোঁজ হয়। সাদিয়া নিখোজের পর তার বাড়ীর লোকজন অনেক খোজাখুজি করেও তার সন্ধান পায়নি। এর পর সাদিয়া নিখোজের প্রায় ১৬ঘন্টা পর শুক্রবার ভোর ৬টার দিকে তার নিজ গ্রাম গোপালগঞ্জ গুচ্ছগ্রামের পাশে একটি পুকুরে স্থানীয়রা একটি শিশুর ভাসমান লাশ দেখতে পায়। এর পর স্থানীয়রা ঘটনাটি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সাদিয়ার মা বাবা থানায় এসে সাদিয়ার লাশ সন্ক্ত করেন।
শিশুকন্যা সাদিয়ার অকাল মৃত্যুতে এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।
লাশ উদ্ধারের সময় সাদিয়ার বাম কানের লতিতে রক্ত বের হওয়ার চিহ্ন ছিল। থানা অফিসার ইনচার্জ জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে আসল রহস্য উৎঘাটন করা যাবে বলে তিনি আশা করছেন।