পোরশায় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রদর্শনী অনুষ্ঠিত

এনামুল হক, নিজস্ব প্রতিবেদক,(নওগাঁ) পোরশা।
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

নওগাঁর পোরশায় প্রাণিসম্পদের প্রাণী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী শনিবার বেলা ১০ টায় উপজেলার সারাইগাছী বাজারে কালিনগর স্কুল মাঠে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, জেলা প্রাণিসম্পদ অফিসার মহির উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ গোলাপ হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম সহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার খামারিদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।#

 

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories