নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হকের নিজ উদ্যোগে মহিলা-৬জন ও কোরআনে হাফেজ পুরুষ-১৪জন, এসএসসি এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৮জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক। উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, পোরশা সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, নিতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল বাসির, নিতপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল করিম, নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক ও শামীম আনসারী ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী।
এসময় সাব-রেজিস্ট্রার খালেদা বেগম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। শেষে প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেষ্ট এবং ফুল দেওয়া হয়।#