পশ্চিমবঙ্গে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়ালো

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৬:২৫ অপরাহ্ন

পশ্চিমবঙ্গসহ ভারতের চার রাজ্যে আগামী দুই থেকে তিন দিন চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া ভবন। পশ্চিমবঙ্গ ছাড়া বিহার, ওড়িশা ও অন্ধ্র প্রদেশে তাপপ্রবাহের দাপট চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর আনন্দবাজারের।

আবহাওয়া ভবনের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, পূর্ব ভারতে তাপপ্রবাহের দাপট দুই থেকে তিন দিন ধরে যেমন চলবে, আবার দক্ষিণ ভারতে এই পরিস্থিতি জারি থাকবে আগামী পাঁচ দিন।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে বুধবার (১ মে) পর্যন্ত, আবার কোথাও কোথাও বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। অন্যদিকে রায়লসীমা, অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশে শুক্রবার (৩ মে) পর্যন্ত তাপপ্রবাহ চলবে।

এছাড়া তেলেঙ্গানা ও সিকিমের কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া ভবন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ