নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা ব্র্যাকের উদ্যোগে উপজেলা পর্যায়ে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা কমপ্লেক্স ভবনের হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর জেলা ব্যবস্থাপক হুমায়ন কবিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডাঃ মোসাঃ তাজরিন তারিন, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, নিয়ামতপুর সরকারী কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও সুরক্ষা কর্মসূচীর এ্যাসোসিয়েট অফিসার আফরোজা আইরিন প্রমূখ।