নিয়ামতপুরে কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১৯ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এরপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন করা হয়।

পরে তৃতীয়তলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অবিনাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামলীগের উপ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ পটুসহ বাংলাদেশ কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: