নিয়ামতপুরে ইঁদুর মারা বিষপানে গৃহবধুর আত্মহত্যা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

নওগাঁর নিয়ামতপুরে ইঁদুর মারা বিষপানে মনিবালা (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বালাহৈর শুকানদীঘি  গ্রামে এই ঘটনা ঘটে। মনিবালা সদর ইউনিয়নের বালাহৈর শুকানদীঘি  গ্রামের নয়ন দাসের স্ত্রী এবং সেকেন দাসের কন্যা।

পারিবারিক কারণে মনিবালঅ ও স্বামী  নয়ন দাসের সাথে একটু বাকবিতন্ডা হয়। তারই জেরে ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে  অভিমান করে সবার অজান্তে মনিবালা স্বামীর মাটির বাড়ীর এক কক্ষে ইঁদুর মারার বিষপান করে। পরে পরিবারের সদস্যরা জানতে পারলে প্রথম নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে মনিবালার স্বজনরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির লোকজনের অজান্তে মনিবালা ইঁদুর মারার বিষপানে আত্মহত্যা করে। সম্ভবত পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা। মনিবালার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: