নিখোঁজের ৪ দিন পর ইজিবাইকচালকের লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় নিখোঁজের চার দিন পর বিজন (২৬) নামের এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে খবর পেয়ে মোনাখালি-ভানন্দপুর গ্রামের মধ্যবর্তী একটি মাঠ থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ।

বিজন একই উপজেলার মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে বিজন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর কয়েকজন ব্যক্তি চুয়াডাঙ্গা যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার পরদিন মুজিবনগর উপজেলার ভবানন্দপুর গ্রামের মাঠ থেকে ইজিবাইকটি উদ্ধার করা হলেও বিজনের কোনো সন্ধান মেলে না। তাই ওই দিন পরিবারের পক্ষ থেকে মুজিবনগর থানায় একটি জিডি করা হয়। রোববার এলাকায় দূর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকার কৃষকেরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করে।

নিহত বিজনের স্ত্রী মিম জানায়, ‘প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে দুপুরে বাড়িতে খেতে আসে। ওই দিন দুপুরে বাড়ি না ফেরায় স্বামীকে ফোন দেন তিনি। এ সময় বিজন জানায়, তিনি রিজার্ভ ভাড়া নিয়ে গেছেন, একটু পরেই বাড়ি ফিরবে। কিন্তু এ কথায় ছিল শেষ কথা।’

মেহেরপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি, ওসি) সাইফুল আলম বলেন, অভিযোগের পর অটোচালক বিজনের ফোন বন্ধ ছিল। তবে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তদন্তে অনেকটা অগ্রসর হয়েছি। অপরাধীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories