নারী-পুরুষ
মোস্তাফিজুর রহমান
——————-
পুরুষ প্রেমিক
পুরুষ বাবা
পুরুষ স্বামী, বর।
পুরুষের সাথে
মিলেমিশে
নারী বাঁধে ঘর।
পুরুষ জাতি
ভারবাহী যে
টানে কলুর ঘানি
সেই পুরুষের বুকে থাকে
মধুর প্রেমের খনি।
নপুংসক যে
সে ধর্ষক
বিকৃত,বিপথগামী,
তার কারনে গোটা পুরুষের
জাত ধরে টানাটানি।
নারী ছাড়া পুরুষ বেকার
পুরুষ ছাড়া নারী,
অতিমাত্রার পৌরুষে তার
জীবন করেছে ভারী।
নারী কভূ হয়নি সফল
পুরুষ সান্নির্ধ্য ছাড়া,
নারী প্রেরণা না যদি রয়
পুরুষ ছন্নছাড়া।
প্রেম পবিত্র
কাম্য সবার
নারীতে মিলিলে নর,
সুখ -দুঃখে কানায় কানায়
পূর্ণ হয় সে ঘর।
You must be logged in to post a comment.