নাটকীয় জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। রোমাঞ্চ আর প্রত্যাবর্তনের গল্পে ভরা এক ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুর্দান্ত জয় তুলে নিলো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানের জয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচের লড়াইয়ে ফিরেছে টাইগাররা। এই জয়ে সিরিজ এখন ১-১ সমতায়।

আগের বলেই ক্যাচ ছেড়েছিলেন। পরের বলে তানজিম হাসান বোল্ড করলেন চামিরাকে। ১৬ রানের জয় নিশ্চিত হলো বাংলাদেশের, সিরিজে ফিরল সমতা।

ইনিংসের শুরুতেও আঘাত হেনেছিলেন তানজিমই। এরপর কুশাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিসের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কা দারুণভাবে এগোচ্ছিল। এই জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচেে ফিরিয়ে নিয়ে আসেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম— ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ম্যাচ জয়ের নায়কও তিনি। তানভীরের সঙ্গে মিরাজ–শামীমের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে চেপে ধরে বাংলাদেশ।

১৭০ রানে ৮ উইকেট তুলে নিলেও শেষদিকে ভয় ধরিয়ে দেন লিয়ানাগে। নবম উইকেটে চামিরাকে নিয়ে ৫৩ বলে ৫৮ রানের জুটি গড়েন তিনি। একসময় ১৭ বলে ২১ রানের সমীকরণে চলে আসে ম্যাচ। চামিরাকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন মোস্তাফিজ। শেষে জয়টা নিশ্চিত করেন তানজিম।

সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮ (পারভেজ ৬৭, হৃদয় ৫১, তানজিম ৩৩*, জাকের ২৪, শামীম ২২; আসিতা ৪/৩৫, হাসারাঙ্গা ৩/৬০, আসালাঙ্কা ১/২৪, চামিরা ১/৩৭)। শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৩২ (লিয়ানাগে ৭৮, মেন্ডিস ৫৬, কামিন্দু ৩৩; তানভীর ৫/৩৯, তানজিম ২/৩৪, শামীম ১/২২, মিরাজ ১/৩৭, মোস্তাফিজ ১/৫৬)। ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: তানভীর ইসলাম। সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১–১–এ সমতা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ