নওগাঁয় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ সুমন হোসেন (২৫) ও মোঃ ফিরোজ হোসেন (২৬) নামের মদক কারবারি দু’ যুবককে আটক করেছে র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩ প্রতিবেদক কে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে শুক্রবার দিনগত রাত সোয়া ৭টারদিকে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে মোঃ সুমন হোসেন ও একই গ্রামের পিন্টু হোসেনের ছেলে মোঃ ফিরোজ হোসেনকে ৪ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ হাতেনাতে আটক করেন।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে শিকার করেছেন।
এঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব। বদলগাছী থানা পুলিশ আটককৃতদের শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন।