নওগাঁয় নিখোঁজের ১২ঘণ্টা পর রতন প্রামানিক (২৮) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ২ আগষ্ট সকাল ১০ টায় নওগাঁর রানীনগর উপজেলার বিলকৃষ্ণপুর বাজার এলাকার একটি ফসলি জমি থেকে মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। নিহত রতন প্রামানিক রানীনগর উপজেলার বিলপালশা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বিলকৃষ্ণপুর বাজারে ঘুরতে এসে রাতে আর বাড়ি ফিরেনি রতন। সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে এবং রাতে তার কোনো সন্ধান পাননি।
পরেদিন মঙ্গলবার সকাল ৭ টার দিকে স্থানীয় লোকজন বিলকৃষ্ণপুর বাজার এলাকায় জৈনক কৃষকের ফসলি জমির পানিতে রতনের মৃতদেহ পরে থাকতে দেখতে পেয়ে থানায় খবর দেন।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
তবে মৃতদেহ এর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রির্পোট আসার পর মৃত্যুর সঠিক কারন জানাযাবে বলেও জানান তিনি।