দেশরত্নের জন্মদিনে ইবি ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

ইবি প্রতিনিধি
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন করেছে শাখা ছাত্রলীগ।

দিনটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সকাল সাড়ে ১১ টায় দলীয় টেন্ট থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় শাখা ছাত্রলীগের সহ সভাপতি তন্ময় শাহা টনি, নাইমুর রহমান জয়, আল মামুন, বনি আমিনসহ ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে দলীয় টেন্টে সংক্ষিপ্ত আলোচনা সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সকলের জন্য দোয়া-মোনাজাত করা হয়।

আলোচনায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত নেতাকর্মীদের বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যাকান্ডের সঠিক ইতিহাস জানার জন্য কেন্দ্রীয় মিলনায়তনে ডকুমেন্টারি প্রদর্শনীতে উপস্থিত থাকার আহ্বান জানান। পরে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যার ইতিহাস সম্বলিত ডকুমেন্টারি দেখে এবং হত্যাকান্ডের সঠিক ইতিহাস জানতে পারে।

এরপর শাখা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন নেতাকর্মীরা।

পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন তারা। খাবার বিতরণের সময় বাংলা বিভাগের শিক্ষক ড. বাকী বিল্লাহ, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষক ড. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories