শরীয়তপুরে দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসেম সরদার।
১ সেপ্টেম্বর শুক্রবার শরীয়তপুর পৌরসভার ধানুকা গ্রামে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালুর বাসভবনের সামনে দুধ দিয়ে গোসল করে বাংলদেশ জাতীয়তা বাদী দলে যোগদেন ওই নেতা।
হাসেম সরদারের দাবি সর্বশেষ তিনি শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি ছিলেন।
তবে ওই কমিটিতে তার নাম দেখা যায়নি। তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।
এদিকে আবুল হাসেম সরদারের দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসেম সরদার নিজেই মাথায় দুধ ঢেলে গোসল করছেন। কেউ কেউ আবার তার মাথায় দুধ ঢেলে দিচ্ছেন দুধ দিয়ে গোসল করার সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে হাসেম সরদার বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
আবুল হাসেম সরদার বলেন আমি ৫০বছর আওয়ামীলীগ করেছি প্রথমে ১০ কেজি দুধ এনে গোসল শুরু করলে আমার শুভাকাঙ্খীরা আরও ৩০ কেজি দুধ এনে দিলে আমি সেই দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছি।
এ ব্যপারে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ কে.এম নাসিরউদ্দিন কালু বলেন গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মঞ্চে এসে তিনি বিএনপিতে যোগদান করেছেন আমাদের দলে যোগ দেওয়ার জন্য তাকে স্বাগতম যে কেউ আমাদের দলে যোগদান করতে পারে।