ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন স্টেশন মাস্টার

নাটোর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

নাটোরে একজন রেল স্টেশন মাস্টার দুর্ঘটনায় পা হারিয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে জেলার লালপুরে আব্দুলপুর জংশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই জংশনের মাস্টার জিয়া উদ্দিন বাবলু।

দুর্ঘটনার শিকার কায়সার রহমান রবিন (৪৫) সান্তাহার রেল স্টেশনের চতুর্থ শ্রেণির মাস্টার বলে জানা গেছে।

তিনি আব্দুলপুর জংশনে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

জিয়া উদ্দিন জানান, রবিন ঈদের স্পেশাল ট্রেনে করে সান্তাহার থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে আব্দুলপুর জংশনে ট্রেনটি না থামায় তিনি লাফ দিয়ে নামার চেষ্টা করেন। ট্রেনটি ধীর গতিতে আব্দুলপুর অতিক্রম করছিল।

এ সময় পা পিছলে ট্রেনের চাকার সঙ্গে তার বাম পায়ের হাঁটুতে আঘাত লাগে। এতে তার বাম পা কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: