স্টাফ রিপোর্টার ।।
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহতের ঘটনায় চলছে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত সোমবার উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাহিদুল ইসলাম নামের এক পান ব্যবসায়ী নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণপুর ও লক্ষণদিয়া গ্রামের চলছে বাড়িঘর ভাংচুর ও লুটপাট। গেল রাতে লক্ষণদিয়া গ্রামে অন্তত ১৫ টি বাড়ীঘর ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। লুটপাট করা হয় গরু, ছাগলসহ ঘরের আসবাবপত্র।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল মান্নান ও বৃষ্ণপুর গ্রামের কপিল উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জেরে গত সোমবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হয় আব্দুল মান্নানের সমর্থক সাহিদুল ইসলাম।