ঝিনাইদহের সদর উপজেলায় কোমরে ওয়ান শুটার গান এবং এক রাউন্ড গুলিসহ রফিকুল ইসলাম শুভ ওরফে বান্টা (২১) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ ।
মঙ্গলবার রাতে উপজেলার হলিধানী গ্রামের প্রতাপপুর কাঁচা রাস্তা এলাকায় থেকে তাকে আটক করা হয় । বান্টা হরিনাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে ।
বুধবার (১৯ জানুয়ারি) জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঝিনাইদহ ভেটেরীনারী কলেজে ডিউটিকালে ডিবি পুলিশ দেখে পালানোর চেষ্টা করে সন্ত্রাসী রফিকুল ইসলাম বান্টা ।
পরে তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় একটি ওয়ান শুটারগান এক রাউন্ড লোডকৃত গুলিসহ পাওয়া যায় ।