নোটিশ :
সংবাদকর্মী নিচ্ছে অন্যদৃষ্টি। আগ্রহীগন সিভি পাঠান- 0nnodrisrtynews@gmail.com
২১ মার্চ ২০২৩, ০৩:৫৩ পূর্বাহ্ন

জুতা পায়ে শহীদ মিনারে উঠলেন অধ্যক্ষ

জামালপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ৯:৪২ অপরাহ্ন

জামালপুরের মেলান্দহ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কলেজের এক অধ্যক্ষ। জুতা পায়ে শ্রদ্ধা নিবেদনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।

মঙ্গলবার সকালে উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে এ ঘটনা ঘটে। জুতা পায়ে শহীদ মিনারে ওঠা ওই ব্যক্তির নাম আবু সাইদ। তিনি মেলান্দহ উপজেলার মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে অধ্যক্ষ আবু সাইদ তাঁর প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ওই শহীদ মিনারের বেদিতে ফুল দিতে যান। এ সময় অন্য কারও পায়ে জুতা না থাকলেও তিনি জুতা পরা অবস্থায় শহীদ মিনারে ফুল দেন। শ্রদ্ধা জানানোর সময় ছবিও তোলেন তিনি। ওই ছবি স্থানীয় কয়েক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে এটি নিয়ে সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে অধ্যক্ষ আবু সাইদ মুঠোফোনে বলেন, ‘এটা আমার ভুল হয়েছে। সত্যি কথা বলতে, তাড়াহুড়া করতে গিয়ে জুতা পায়ে থাকার বিষয়টি একদম খেয়াল করতে পারিনি। এটা আমার ভুল হয়েছে। দয়া করে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

জামালপুরের ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন, ‘একজন সাধারণ মানুষ এ ধরনের ভুল করলে কিছুটা হলেও মানা যেত। একটি কলেজের অধ্যক্ষ যখন এ ধরনের কর্মকাণ্ড করেন, তখন আমরা সত্যিই লজ্জা পাই। ভাষাশহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষা পেয়েছি। তাঁদের প্রতি কীভাবে শ্রদ্ধা জানাবেন, সেটাও একজন অধ্যক্ষ জানবেন না?’

জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি বলেন, ‘উনি যদি জুতা পায়ে শহীদ মিনারে ওঠেন, তাহলে এটা মারাত্মক অপরাধ করেছেন। ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে এ ধরনের ঘটনা মারাত্মক অপরাধ। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ