চুয়াডাঙ্গার দীননাথপুরে রাস্তার কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথ পুর গ্রামে রাস্তা পাকা করনের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব ও ক্রিড়া বিষয়য়ক সম্পাদক জনাব আরশাদ উদ্দিন আহমেদ জোয়ার্দার চন্দন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান জনাব আঃ রহমান।

বৃহস্পতিবার (২৫-০৫-২৩) সকাল ১১ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথ পুর গ্রামের বিশ্বাস পাড়ার মোড় থেকে নীমতলা মোড় পর্যন্ত ৯ শত ৬০ মিটার রাস্তার কাজের উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি  জনাব চন্দন  বলেন, সারা বাংলাদেশ সহ চুয়াডাঙ্গা জেলার শহর হতে প্রত্যন্ত অঞ্চল গুলোর উন্নয়নের কাজ চলমান রয়েছে। চুয়াডাঙ্গায় উপজেলা,  ইউনিয়ন সহ স্কুল, কলেজ, মাদ্রাসা খেলার মাঠে উন্নয়নের ছোঁয়া লেগেছে, আগামীতে আপনাদের পাশে থাকতে চাই।

স্থানীয় আওয়ামী লীগের সভাপতি জনাব মনির হোসেন বলেন,  দীর্ঘ সময় যাবত রাস্তাটির পিছ করনের কাজ প্রক্রিয়াধীন ছিলো। অবশেষে আজ উদ্বোধন হলো। এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই দুষ্কর ছিলো,  শত শত ছেলে মেয়ে এই রাস্তা ধরেই  স্কুল মাদ্রাসায় আসা যাওয়া করে। আজ রাস্তা টির উদ্বোধনে কয়েকশত পরিবারের  জনজীবনে শান্তি নেমে আসল। আমরা সকলেই অত্যন্ত খুশি।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, উপ সহকারী প্রকৌশলী জনাব আঃ কাদের, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মমিন উল্লা মমিন,  স্থানীয় আওয়ামী লীগ নেতা সৈয়দ আলী,  জসিমউদদীন, হারিস মিয়া, নুর নবী, লালমিয়া,  স্থানীয় বিএনপি নেতা মোখলেছুর রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, আয়ুব খান দুলাল, রুহুল আমিন মিয়া সহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত করে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: