চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয় মাইল এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি মিয়া (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শান্তি মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুল মোত্তালিবের ছেলে।

পদ্মাবিলা ইউপি ২ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রউফ জানান, মঙ্গলবার সকালে শান্তি সরোজগঞ্জ বাজার থেকে ফিরছিলেন। ছয়মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি মাহাব্বুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: