হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাৎ বর্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত ।
২১শে আগষ্ট সোমবার চন্দ্রপুর বাজারে দুপুর ১২ টায় চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর- মুক্তিযোদ্ধা ইউনুস হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন(অপু)বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক নেতা মোঃ মোজ্জাফর হোসেন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ জাহাঙ্গীর হোসেন,সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম খান, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম সরকার, এ্যাডঃ আলমগীর মুন্সী, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগ সভাপতি মোঃ বিল্লাল হোসেন (দিপু)সাধারণ সম্পাদক মোঃ হোচেন সরদার, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ফাহাদ হোসেন (তপু) শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর,যুগ্ন-আহবায়ক মোঃ রাশেদ উজ্জামান, শরীয়তপুর সদর উপজেল স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ উথান মাদবর, যুবলীগ নেতা মোঃ লিটন বেপারী ফেরদাউসী ছামাদ রিনা বেগম, মোঃ শাওন তালুকদার, সান্টু রহমান দুলালসহ আওয়ামী সহযোগী সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শোক সভায় সংসদ সদস্য ইকবাল হোসেন (অপু)জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রাজনৈতিক ও ব্যক্তি জীবনের আদর্শ তুলেধরে নেতা কর্মীদের বলেন আমি যেন সততার সাথে জীবন জাপন করে আমার বাবা এ্যাডঃ মরহুম সুলতান আহম্মেদ মিয়া ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শ নিয়ে মৃত্যুবরণ করতেপারি।