কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাহুল (২১), জুয়েল (২০) এবং ফারুক (২৩)।

পুলিশ জানায়, যুবকরা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আনসার ক্যাম্প নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাহুল ও জুয়েল নিহত হন। মুমূর্ষু অবস্থায় আহত ফারুককে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহতদের মধ্যে বিল্লালকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়। নিহত জুয়েল শহরের মিলপাড়ার বাসিন্দা এবং রাহুল ও ফারুকের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী সত্যতা নিশ্চিত করে বলেন, ‘থানায় এ সংক্রান্ত কোনো অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়াই লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories